শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পুলিশকে আইন আর আচরণবিধি মেনে চলতে হবে

নিজামুল হক বিপুল

পুলিশকে আইন আর আচরণবিধি মেনে চলতে হবে

মোহাম্মদ নুরুল হুদা

পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা মনে করেন, পুলিশকে আইন মোতাবেক যে দায়দায়িত্ব দেওয়া আছে সেগুলো ঠিকমতো পালন করা উচিত। আইনশৃঙ্খলা রক্ষা করা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তদন্ত করা তাদের কাজ, সেই কাজ ঠিকমতো করা, আইন মোতাবেক, পুলিশ আইন, পুলিশ রেগুলেশন এবং আমাদের শাসনতন্ত্র মোতাবেক যে কাজ তাদের করা উচিত সেগুলো করবে তারা। সেগুলো করলেই তাদের কার্যকলাপ ঠিক রাখতে পারবে। তাহলেই পুলিশের মর্যাদা ও সুনাম রক্ষা পাবে। কক্সবাজারে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যকান্ডের পর আবারও পুলিশ প্রশ্নের মুখে পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় এখন পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হচ্ছে। এতে করে জনগণের বন্ধু পরিচয় দেওয়া পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন, এ থেকে উত্তরণের পথ কী- এমন প্রশ্নের জবাবে সাবেক পুলিশ প্রধান বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। নুরুল হুদা বলেন, পুলিশ হচ্ছে ডিসিপ্লিনড ফোর্স, ডিসিপ্লিনড ফোর্সের মতো চলতে হবে। আইনে যে কথাগুলো বলা আছে সেভাবেই কাজ করতে হবে। আইন মোতাবেক কাজ করলেই আপনি ঠিক থাকবেন। আর জনগণের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। জনগণের সমর্থন ছাড়া তো ভালো কাজ করা যায় না। সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু কি-না জানি না, তারা তো বলে। বন্ধুত্ব প্রমাণ করতে হবে কাজে। জনগণের বিপদ হলে দ্রুত তাদের কাছে যেতে হবে। দ্রুত সমস্যার সমাধান করতে হবে। তাহলেই বন্ধুত্ব প্রতিষ্ঠা হবে, না হলে হবে না। সাবেক এই আইজিপি বলেন, মূল কথা নিয়ম মানতে হবে। তাদের যে আচরণবিধি আছে সেটা মানতে হবে, মেনে চলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর