বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সংকট কাটেনি, অপরিবর্তিত অবস্থা প্রণবের

নয়াদিল্লি প্রতিনিধি

সংকট কাটেনি, অপরিবর্তিত অবস্থা প্রণবের

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি। বরং তাঁর অবস্থা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘হেমোডেকালি’ স্থির। দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) আর্মি হাসপাতাল সর্বশেষ বুলেটিনে জানায়, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনো তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ডা. অরবিন্দ চোপড়ার ব্যাখ্যা অনুযায়ী হেমোডেকালি স্থির হওয়ার অর্থ তাঁর শারীরিক রক্ত সঞ্চালনবিষয়ক যে কার্যাবলি রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে। রক্তচাপও স্বাভাবিক। মেডিকেল বুলেটিনে অবশ্য বলা হয়েছে, ‘অবস্থা এখনো সংকটজনক।’ ডা. এন কাশ্যপ সাবেক রাষ্ট্রপতির চিকিৎসার তদারকি করছেন। তিনি মুখার্জি পরিবারকে জানিয়েছেন, প্রণব বাবু শারীরিক স্থিতাবস্থায় রয়েছেন। শারীরিক লক্ষণগুলো স্বাভাবিক রয়েছে। পঁচাশিরও বেশি বয়সী প্রণব গত ১০ আগস্ট রাতে বাড়িতে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল সকালে প্রণবকন্যা শর্মিষ্ঠা এক আবেগপ্রবণ টুইট বার্তায় বলেছেন, ঈশ্বর আমায় শক্তি দিন যাতে সুখ ও দুঃখ সমভাবে সইতে পারি। তিনি এও লিখেছেন, গত বছর ৮ আগস্ট আমার বাবা ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন। ঠিক এক বছর পর তিনি ভয়ঙ্করভাবে অসুস্থ হলেন। প্রণব মুখার্জির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণহার গ্রামের বাড়িতে দুর্গাম-পেই গতকাল সকালে তাঁর সুস্থতা কামনা করে পূজা ও যজ্ঞ শুরু হয়েছে। এ ছাড়া তাঁর সাবেক লোকসভা আসন এলাকা জঙ্গীপুরেও তাঁর জন্য প্রার্থনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর