শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাসের ধাক্কায় চুরমার প্রাইভেট কার

এক পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

বাসের ধাক্কায় চুরমার প্রাইভেট কার

ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার

কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেট কার। এতে প্রাণ হারিয়েছেন এক পরিবারের তিনজনসহ চারজন। পাবনায় বাসচাপায় মারা গেছেন স্কুলছাত্রসহ অটোভ্যানের তিন যাত্রী। এ ছাড়া বরিশালে সড়কে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। প্রতিনিধিদের খবর-

কুড়িগ্রাম : সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে প্রাইভেট কার-বিআরটিসি বাস সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা শিশুসহ আরও তিনজন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সদরের আরডিআরএস বাজার মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে কুড়িগ্রামের দিকে নরসিংদী থেকে আসা একটি যাত্রীবাহী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক সোহেল মিয়া (৩৫) মারা যান। কারটি দুমড়ে-মুচড়ে আহত হন যাত্রীরা। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আরও দুজন। নিহত অন্য তিনজন হলেন- আকবর হোসেন (৫৯), তার ছেলে বায়েজিদ হোসেন বিল্লাল (২৬) এবং আকবর হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৪৫)। পাবনা : সুজানগর উপজেলার চিনাখড়ায় বাসচাপায় স্কুলছাত্রসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের আবুল কাশেমের ছেলে হারুনুর রশিদ (২৪), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের অটোভ্যান চালক ইলিয়াস আলী (৪৭) এবং দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহেল রানা (১৬)। বরিশাল : আগৈলঝাড়া উপজেলার যবসেন সড়কে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আহসানুল হক জীম (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জীম যবসেন গ্রামের বাসিন্দা ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক পাইকের ছেলে। সে এ বছর এসএসসি পাস করেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর