রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ছয় মাস আগে যুক্তরাজ্যে ফিরেছেন আইএসবধূ শামীমার রুমমেট

প্রতিদিন ডেস্ক

ছয় মাস আগে যুক্তরাজ্যে ফিরেছেন আইএসবধূ শামীমার রুমমেট

সামিয়া হুসেইন

সিরিয়ার ক্যাম্পে শামীমার সঙ্গে থাকা আরেক আইএসবধূ সামিয়া হুসেইন গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে ফিরেছেন। ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া ডেইলি মিররও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জঙ্গিদের সঙ্গে থাকা অবস্থায় হামলায় ২৫ বছর বয়সী সামিয়ার এক হাত হারানোর পাশাপাশি একটি স্তন নষ্ট হয়ে গেছে। ব্রিটিশ পাসপোর্ট দিয়ে হিথরো বিমানবন্দর ব্যবহার করে ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ফেরেন তিনি। সাংবাদিকতার ওপর পড়ালেখা করা এই তরুণী অবশ্য শহরে ঢুকতে পারেননি। তার আগেই সন্ত্রাসবিরোধী পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, আইএসের সঙ্গে থাকাকালে তার ভূমিকার বিষয়ে এখন ‘বৈশ্বিক তদন্ত’ চলছে। ওয়েস্ট লন্ডনের বাসিন্দা সামিয়া ২০১৫ সালে উধাও হন। একসময় কেনিয়ায় লেখাপড়া করতে যান। গত বছর বাঘৌজে সেনাবাহিনীর অভিযানের সময় তিনি গ্রেফতার হন। এরপর সাত মাস হাসপাতালে কাটিয়ে শরণার্থী ক্যাম্পে শামীমার পাশে ঠাঁই হয় তার।

 শামীমা ব্রিটেনে ফিরতে চেয়েও পারছেন না। সামিয়া জানিয়েছেন, অনলাইন গ্রুমারদের কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি সিরিয়ায় পাড়ি দেন। মুসলিম শিশুদের দেখভাল করার কথা ছিল তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর