রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা
মার্কিন সংস্থার গবেষণা তথ্য

করোনা বিজয়ীদের তিন মাস টেস্টের দরকার নেই

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা থেকে মুক্তি পাওয়ার তিন মাসের মধ্যে আবার টেস্টের প্রয়োজন নেই কিংবা কোয়ারেন্টাইনে থাকারও দরকার নেই। মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ১৪ আগস্ট এ নির্দেশ জারি করেছে। এর আগে ৩ আগস্ট সিডিসি অপর এক নির্দেশে বলে যে, করোনা থেকে মুক্তিপ্রাপ্তদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। তবে উপসর্গ দেখা না দিলে টেস্ট করার প্রয়োজন নেই।

 সিডিসির মুখপাত্র জ্যাসন ম্যাকডোনাল্ড শুক্রবার গণমাধ্যমে বলেন, ‘করোনা থেকে মুক্তি লাভের পর অনেকে বারবার টেস্ট করেছেন। রেজাল্ট পজিটিভ এলে আবারও টেস্ট করেছেন। দীর্ঘ গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে, করোনা একবার ছেড়ে গেলে ভাইরাসটি নির্জীব হয়ে পড়ে। তা অন্তত তিন মাসের মধ্যে সংক্রমিত হতে পারে না।’  ‘গবেষণায় আরও উদঘাটিত হয়েছে যে, উপসর্গ ধরা পড়ার পর ১০ দিনের বেশি কাউকে ভোগাতে পারে না। আর যারা নানা জটিল রোগে আগে থেকেই আক্রান্ত থাকেন, তাদের ২০ দিনের মতো কষ্ট দেয়। এ সময়ের মধ্যে চিকিৎসা ঠিকমতো নিতে পারলে কাবু করা সম্ভব হয় না। এ জন্য দরকার পুষ্টিকর খাদ্য এবং নিয়ম-কানুন মেনে চলা। কেউ যদি আক্রান্ত হওয়ার পরই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, তবেই রক্ষা পাওয়া কঠিন হয়।’ ‘সিডিসি তার গবেষণা অব্যাহত রেখেছে সর্বসাধারণের কাছে সর্বশেষ তথ্য উপস্থাপনের অভিপ্রায়ে,’- বলেন জ্যাসন ম্যাকডোনাল্ড।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর