সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভিসা-গ্রিনকার্ড সহজের প্রতিশ্রুতি বাইডেনের

প্রতিদিন ডেস্ক

ভিসা-গ্রিনকার্ড সহজের প্রতিশ্রুতি বাইডেনের

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে জিততে পারলে এইচ-১বি ভিসা পদ্ধতি সংশোধনের পাশাপাশি গ্রিনকার্ডের জন্য দেশভিত্তিক কোটা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির  প্রেসিডেন্টপ্রার্থী জো বাইডেন। ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয়-আমেরিকান কমিউনিটিকে প্রভাবিত করতে বাইডেনের নির্বাচনী কার্যক্রম থেকে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। অ-অভিবাসী শর্তে কর্মজীবীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেতে এইচ-১বি ভিসা প্রয়োজন হয়। ভারত এবং চীন থেকে প্রচুর মানুষ এই ভিসা নিয়ে দেশটিতে কাজ করছেন। পারিবারিক ভিত্তিতেও অভিবাসীদের বৈধতার পদ্ধতি নিয়ে বাইডেন কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এই প্রথম ডেমোক্র্যাটিক দলের কোনো প্রেসিডেন্টপ্রার্থী এভাবে ‘স্পর্শকাতর ইস্যু’ নিয়ে নির্বাচনী প্রচারে বক্তব্য দিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর