বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নারীর প্রতি সহিংসতা রোধে সংসদের কার্যকারিতা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

নারীর প্রতি সহিংসতা রোধে সংসদের কার্যকারিতা বাড়াতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা শুধু অর্থনীতি ও স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলছে না, অসমতা-বৈষম্য এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতাকে গভীরতর করছে। যেসব নারী ও মেয়ে এ মহামারীর কারণে ঘরবন্দী অবস্থায় আছে, তারা লিঙ্গবৈষম্য ও সম্মানহানির শিকার হচ্ছে। এগুলো সামাজিকভাবে আমাদের মোকাবিলা করা প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার রক্ষার জন্য গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদকে আরও পর্যবেক্ষণশীল হওয়ার পাশাপাশি নিজ ক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে নারী সংসদ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ১৩তম ‘সামিট অব ওমেন স্পিকার্স অব পার্লামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আইপিইউ বা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন, জাতিসংঘ ও অস্ট্রেলিয়ান পার্লামেন্ট যৌথভাবে সামিটের আয়োজন করে। সংসদের গণসংযোগ বিভাগ আরও জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেল কাউন্সিল অব অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আন্দ্রিয়া এডার গিটসথ্যালার, ন্যাশনাল কাউন্সিল অব অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট ডরিস বুরস এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন সূচনা বক্তব্য দেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য রোমেনা আলী, রওশন আরা মান্নান, অ্যারোমা দত্ত, পীর ফজলুর রহমান মিসবাহ, শামসুল হক টুকু ও অপরাজিতা হক। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা পরিবর্তন ও উন্নয়নের কার্যকর অনুষঙ্গ। উন্নত আগামী ও আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে আমাদের লিঙ্গবৈষম্য দূর করে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে হবে। প্লানেট ফিফটি ফিফটির লক্ষ্য পূরণে কাউকে পেছনে না ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে লিঙ্গসমতা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ খবর