বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কুয়েতে মানব পাচারকারী হোতা আমির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৭ আগস্ট নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির সিরিয়াস ক্রাইম টিম।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, চারজন কুখ্যাত মানব পাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানব পাচার করে আসছিল। এ চক্রের হাতে ৯০০ জনের বেশি মানুষ কুয়েতে পাচারের শিকার হয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি ছয় লাখ টাকার বিনিময়ে কুয়েতে নেওয়া হয়। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কুয়েতে পাচারের পর তাদের ওপর নেমে আসে দুর্বিষহ জীবন-যন্ত্রণা। প্রতারিত বাংলাদেশি নাগরিকরা কুয়েতে কোনো কাজের সন্ধান পায়নি। বরং সেখানে খাবার ও থাকার সংকটে উদ্বাস্তু হয়ে কুয়েতের রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। চক্রটি কুয়েতে এসব ভুক্তভোগীদের বন্দী করে তাদের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে। এ ছাড়া জাল-জালিয়াতির মাধ্যমে ওইসব ব্যক্তির ভিসাগুলো কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয় বলে তারা জানতে পেরেছে। এদের মধ্যে কয়েকজন ভুক্তভোগী কুয়েতের সরকারি এজেন্সি ও জনশক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি তদন্ত শুরু করে। কুয়েত এজেন্সি তদন্তে চক্রটির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পায় এবং কুয়েতের আদালতে বেশ কয়েকটি মামলা হয়। পরে এ চক্রের চার সদস্যের মধ্যে একজন কুয়েতি ও তিনজন বাংলাদেশির বিরুদ্ধে কুয়েতের আদালত অভিযোগ আমলে নেয়। এরই মধ্যে তিন বাংলাদেশির বিরুদ্ধে তিন বছর কারাদন্ড ও অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়। কিন্তু এরা সাজা ভোগের আগেই দেশে পালিয়ে আসে। এদেরই একজন হলেন-আমির।

সর্বশেষ খবর