বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

গণপরিবহনে বর্ধিত ভাড়া ৩১ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক দূরত্ব বজায় রাখা ও সুরক্ষা নীতির বাস্তবায়নসহ ১১ দফা শর্তে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। এ ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। গতকাল বিকালে বিআরটিএর প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবনায় থাকছে, দুই সিটে দুজন যাত্রী বসা, প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করা, গাদাগাদি করে যাত্রী না তোলা প্রভৃতি। মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবনা পাঠানো হবে মন্ত্রিসভায়। সেখানে এ প্রস্তাবনা অনুমোদন পেলে সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হবে।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মো. নজরুল ইসলাম, বাস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মশিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ, শ্রমিক নেতা ওসমান আলী, সাদেকুর রহমান হিরু, রমেশ চন্দ্র বোস, বিআরটিসি চেয়ারম্যান সাইদুর রহমান জীবনসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ বাস পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিকতার দিকে যাচ্ছে। সিএনজি, লেগুনা, প্রাইভেটকার, অটোরিকশাসহ সব পরিবহনেই স্বাভাবিকভাবে যাত্রী আসা-যাওয়া করছে। তাহলে শুধু বাস নিয়ে এতে বেশি প্রশ্ন উঠছে কেন? এ ছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভারতেও মাস্ক পরা বাধ্যতামূলক করে গণপরিবহন চলছে। এটাও ঠিক, বর্ধিত ভাড়ার যে নির্দেশনা, এর কিছুটা ব্যত্যয় ঘটেছে। স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত ভাড়ার নির্দেশনার কারণে যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তাই আমরা দাবি জানিয়েছি, আগের ভাড়ায়ই ফিরে যাওয়া হোক। এ ক্ষেত্রে যাত্রীরাও অতিরিক্ত ভাড়া থেকে বাঁচবেন, আবার গণপরিবহনের শ্রমিকরাও বাঁচবেন। আমরা অবশ্যই মাস্ককে বাধ্যতামূলক করার কথা বলেছি। ন্যূনতম স্বাস্থ্যবিধি ও সুরক্ষানীতি মানাসহ গাদাগাদি করে কোনো পরিবহনে যেন যাত্রী না ওঠে সেটা নিশ্চিত করারও কথা বলেছি।’ বিআরটিএর উপ-পরিচালক (ইনফোর্সমেন্ট) আবদুর রাজ্জাক বলেন, ‘৩১ আগস্ট পর্যন্ত বাসের দুই সিটের জায়গায় একজন করে বসবে এবং বর্ধিত ভাড়ার যে নির্দেশনা সেটাই বলবৎ থাকবে। ৩১ আগস্টের পর থেকে যাতে যাত্রীরা আগের ভাড়ায় বাসে যাতায়াত করেন সে-সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাব।’ ভাড়া কমানোর প্রস্তাবনায় পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, সাধারণ যাত্রীদের অভিযোগগুলোও উল্লেখ থাকবে। পাশাপাশি দুই সিটেই যাত্রী বসার বিষয়টি প্রস্তাবনায় থাকবে। তবে এ ক্ষেত্রে প্রত্যেক যাত্রীর জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা, গাদাগাদি করে যাত্রী না তোলা এবং সুরক্ষার সব ধরনের ব্যবস্থা গণপরিবহনে রাখার যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলোও তুলে ধরা হবে প্রস্তাবনায়। বর্ধিত ভাড়াই কার্যকর থাকবে, নাকি আগের মতো স্বাভাবিক যে ভাড়া সেটি কার্যকর হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ। এদিকে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। গতকাল অ্যাডভোকেট মো. আতিকুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসিম উদ্দিন এ নোটিস পাঠান।

সর্বশেষ খবর