শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
একাদশে ভর্তি

প্রথম ধাপে সাড়ে ১৩ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম দফার আবেদন শেষ হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। এরপর শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ বছর একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক ও রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। জানা গেছে, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ৩১ আগস্ট। চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর