সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

উত্থানে শেয়ারবাজার বেড়েছে বেশির ভাগ কোম্পানির দর

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে নামমাত্র উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনে শেষ হয়েছে লেনদেন।

জানা গেছে, ডিএসইতে ডিএসইএক্স ০.৮৫ পয়েন্ট বেড়ে ৪৭৯৪.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট; যা আগের দিন থেকে ১ কোটি ৯ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির এবং ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬৩৬ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইতে ৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর