মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি অদক্ষতা সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে লোক হাসাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি অদক্ষতা সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে লোক হাসাচ্ছে

হাসানুল হক ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনা মোকাবিলায় ও সাধারণ চিকিৎসায় মানুষের আস্থা অর্জন করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ব্যবস্থাপনায় রয়েছে দুর্নীতি, অদক্ষতা, সমন্বয়হীনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, বিবৃতি একদিকে লোক হাসাচ্ছে অন্যদিকে খোদ সরকারের স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে। গতকাল নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হাসানুল হক ইনু আরও বলেন, করোনাভাইরাস আকস্মিকভাবে সারা বিশ্বকে আক্রমণ করেছে। আমাদেরও আক্রমণ করেছে। অপ্রস্তুত অবস্থায় আমাদের সবাইকে মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও আমাদের যতটুকু সম্পদ, সামর্থ্য ছিল সেটার যথাযথ ব্যবহার করার মধ্য দিয়ে করোনা ব্যবস্থাপনা আরও ভালো হতে পারত। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ বিশেষজ্ঞদের মতামতের কোনো তোয়াক্কা করছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা এখনো নিয়ন্ত্রণে নেই। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মন্ত্রী বলছেন, করোনা নিয়ন্ত্রণে আছে। তারা বলছেন, করোনা বিদায়ের অপেক্ষায় আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাবসাব হচ্ছে, দায়িত্বহীন গা-ছাড়া। এটা দুঃখজনক। জনগণের কোনো আস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নেই। মন্ত্রণালয়ের যে প্রেস বিজ্ঞপ্তি- সেখানে মৃত্যুর হার, সংক্রমণ হারে হেরফের আছে। সংক্রমণের হার তো কমেনি। সুতরাং করোনা নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আমার মনে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, বিবৃতি একদিকে লোক হাসাচ্ছে, অন্যদিকে খোদ সরকারের স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে। সরকারের সাবেক এ তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি এখনো মোকাবিলা করা সম্ভব। এর জন্য তিনটি কাজ করতে হবে। প্রথমত, সমন্বয়হীনতা, অদক্ষতা ও বিশেষজ্ঞ মতামতের তোয়াক্কা না করা- এগুলো সংশোধন করতে হবে। জনগণের আস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করে তা যথাযথভাবে কার্যকর করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। তৃতীয়ত, করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা, গবেষণার সঙ্গে বাংলাদেশকে যুক্ত না করার সিদ্ধান্ত বা গড়িমসি করা হচ্ছে ভুল কাজ। ভ্যাকসিন নিয়ে যে দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় থাকতে হলে ভ্যাকসিন নিয়ে গবেষণায় বা ট্রায়ালে বাংলাদেশকে যুক্ত করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ইনু বলেন, আমাদের হাসপাতালগুলোতে অনেক স্বাস্থ্যকর্মী, ভালো মানের ডাক্তার রয়েছেন। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনায় রয়েছে দুর্নীতি, অদক্ষতা, সমন্বয়হীনতা। সুতরাং দুর্নীতি ধ্বংস করতে হবে। অদক্ষতা ও সমন্বয়হীনতা যদি দূর হয় তবে এই ডাক্তার, এই স্বাস্থ্যকর্মী দিয়েই স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি মানুষের ভরসা আবার ফেরত আসবে। তিনি বলেন, করোনাকালের এ অবস্থা দেখার পর সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যে, সর্বজনীয় স্বাস্থ্য ব্যবস্থার উদ্যোগ নেওয়ার সময় হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমন্বয়হীনতা, অদক্ষতা ও দুর্নীতি দেখা দিয়েছে, এই তিন অভিশাপ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বের করে আনতে হবে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থা সম্পূর্ণরূপে ফেরত আসবে। হাসানুল হক ইনু আরও বলেন, ভ্যাকসিন ট্রায়াল না দেওয়ায়, ভ্যাকসিন পাওয়ার দৌড় থেকে পিছিয়ে যাচ্ছি আমরা। সুতরাং ভ্যাকসিন গবেষণা থেকে দূরে রাখার যে সিদ্ধান্ত তা থেকে এখনই বের হয়ে এসে এ গবেষণায় যুক্ত হওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে ভ্যাকসিন পাওয়ার দৌড়ে আমরা পিছিয়ে থাকব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর