মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। ‘ধর্মীয় বিশ্বাসের কারণে সন্ত্রাসের শিকারদের স্মরণ দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে বর্ণবিদ্বেষমূলক আক্রমণের ঘটনাও বেড়েছে। একশ্রেণির উগ্রপন্থি মানুষ বর্বরোচিত আচরণে প্রবৃত্ত হয়েছে, যা সভ্য সমাজকে বীতশ্রদ্ধ করছে। মহাসচিব উল্লেখ করেন, আমরা সভ্য সমাজের সদস্য হিসেবে দাবি করছি, অথচ প্রতিবেশী কেউ যদি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তাকেও নিগৃহীত হতে হয় অধিকাংশ সময়েই। এ জাতীয় অবস্থার অবসানে সবাইকে গভীরভাবে বিশ্লেষণের আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, আমরা যদি অসহিষ্ণু এবং হিংসাত্মক মনোভাব পরিহার করতে পারি তাহলে সামাজিক অস্থিরতা কমবে। বৈষম্যমূলক আচরণও থাকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর