বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে

-আ আ ম স আরেফিন সিদ্দিক

দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দুর্নীতি কমাতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।

একই সঙ্গে দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে আর বিদেশে যাদের সম্পদ রয়েছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে গত সোমবার তিনি আরও বলেন, এখন দুর্নীতির খবর অনেক বেশি প্রকাশ হচ্ছে। এ জন্য কর্তৃপক্ষ আগে জানতেন কিনা তা নিয়ে সন্দেহ-সংশয় রয়েছে। কিন্তু দায়িত্বশীলরা এটা অস্বীকার করতে পারবেন না। যাদের ব্যাপারে তথ্য-প্রমাণ রয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটা জনগণকে ফিরিয়ে দিতে হবে। দুর্নীতিবাজদের দেশে-বিদেশে থাকা সম্পদ ও সম্পত্তি সরকারের আওতায় নিতে হবে। এরপর তা আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কেননা এটা জনগণেরই সম্পদ। জনগণের টাকা নেওয়ার তো কারও অধিকার নেই। এ ছাড়া দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি কোনো ভালো কাজে ব্যয় করা হয় সেটার সুফলও জনগণকে দেওয়া সম্ভব। অধ্যাপক আরেফিন সিদ্দিক আরও বলেন, দুর্নীতির বিচার হয়তো রাতারাতি করা যাবে না। কেননা সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্তে যারা দোষী প্রমাণ হবেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর তদন্তের শুরুতেই তাদের সম্পদগুলো সরকারের আওতায় নিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় তদন্ত হয়, সামান্য শাস্তি হয় কিন্তু তারা দুর্নীতির মাধ্যমে যে অর্থ রোজগার করেছে সেটা তার কাছেই থেকে যায়। এতে তেমন কোনো কাজ হয় না। দুর্নীতির দায়ে কারও চাকরি চলে গেলে বা বিদেশে পালিয়ে গেলে তাদের সম্পদগুলো তো রয়ে যায়। এতে কাজের কাজ তেমন কিছু হয় না। আর মামলার দীর্ঘসূত্রতা তৈরি হলে বিচার প্রক্রিয়াও অনিশ্চিত হয়ে যায়। সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া খুব জরুরি বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর