বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে

-ড. ইফতেখারুজ্জামান

রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, যে কোনো খাতে  দুর্নীতি কমাতে হলে সবার আগে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। এখন রাজনীতি এক ধরনের ব্যবসা হয়ে গেছে। এবং সেটা ব্যাপক লাভজনক ব্যবসা। এমনকি যেটা ব্যবসা সেটাই রাজনীতি আর যেটা রাজনীতি সেটাই ব্যবসা। বর্তমান এমপিদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী। দেশের স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক, ব্যাংকসহ প্রভৃতি খাতে সামগ্রিকভাবে দুর্নীতি কমানো যাচ্ছে না কেন? এ বিষয়ে গত সোমবার ইফতেখারুজ্জামানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেখুন এসব দুর্নীতি তো আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটার সঙ্গে আরেকটার বেশ যোগসূত্র খুঁজে পাওয়া যায়। কিন্তু কোনোটারই কোনো সুরাহা হয় না। ফলে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হয়। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সবাই এখন দুর্নীতির বরপুত্র। কে কীভাবে বিত্তবৈভবের মালিক হবে, বিদেশে কীভাবে বাড়ি বানাবে কিংবা ব্যাংক ব্যালেন্স বাড়াবে সেটাকেই গুরুত্ব দেয়। ব্যাংকঋণ মঞ্জুর, সরকারি কেনাকাটা, দরপত্র আহ্বান, কোম্পানি নির্ধারণ সবই হয় তাদেরই ইশারায়। ফলে দুর্নীতি তো বন্ধ হবে না। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আর বন্ধ করতে হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। তিনি আরও যোগ করেন, পাশাপাশি তদারক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। যেমন আর্থিক খাতের তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কী হওয়া উচিত? সেটা কি আছে? নেই। কেন নেই? কারণ সেখানেও রাজনীতি। ফলে রাজনীতিকীকরণ বন্ধ করে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা আরও বাড়াতে হবে। তিনি আরও বলেন, যারা দুর্নীতি করে। আর যারা এটাকে প্রশ্রয় দেয়। উভয়ই অপরাধী এবং উভয়ই ক্ষতিকর। এটাকে আমলে নিতে হবে। কারা তাদের প্রশ্রয়দাতা সেটা খুঁজে বের করতে হবে। আবার কিছু কিছু জায়গায় তো তাদের পরিচয় পরিষ্কার। এরপরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন নেওয়া যেত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে পরবর্তীতে আর একই রকম ঘটনা ঘটত না। তিনি বলেন, দুর্নীতি কমাতে হলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান হতে হবে।

সর্বশেষ খবর