বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিএনপির আয়ে ধস

ব্যয় আয়ের তিন গুণ, ইসিতে হিসাব জমা

নিজস্ব প্রতিবেদক

আয়ে ধস নেমেছে বিএনপির। টানা তিন বছর দলের তহবিলে কয়েক কোটি টাকা উদ্বৃত্ত থাকলেও গত বছরে আয় নেমে গেছে কোটির নিচে। তবে দলটির ব্যয় বেড়েছে আয়ের চেয়ে তিনগুণ। গতকাল নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০১৯ সালের আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। দলটি গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে আয় দেখিয়েছে ৮৭ লাখ ৫২ হাজার টাকা। এই সময়ে ব্যয় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার টাকা। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই হিসাব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবিরের কাছে জমা দেন। এ সময় দলের সহদফতর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম ও হিসাব রক্ষক ওমর ফারুক তার সঙ্গে ছিলেন। সদস্যের চাঁদা, মনোনয়নপত্র বিক্রি ও অনুদানের ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা হিসাব বিবরণীতে আয় হিসেবে দেখানো হয়েছে। আর দলের কার্যালয়ে কর্মরত স্টাফদের বেতন-ভাতা, বিভিন্ন বিল পরিশোধ, পোস্টার ছাপানো, ধর্মীয় অনুষ্ঠানাদি বাবদ মোট ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের তিনগুণের বেশি ব্যয় দলের ব্যাংক হিসাবে সঞ্চিত অর্থ থেকে মেটানো হয়েছে। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের বছরে বিএনপির আয় প্রায় ১০ কোটিতে পৌঁছায়। তখন ব্যয় হয় ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। বছর শেষে দলীয় তহবিলে মোট উদ্বৃত্ত ছিল ৬ কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর