শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ

প্রতিদিন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মেয়াদ পূরণ করতে অপারগ হওয়ায় তিনি জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন। আবে জানান, তিনি চান না তার অসুস্থতা জাপান সরকারের সিদ্ধান্ত গ্রহণের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করুক। সূত্র : রয়টার্স। ৬৫ বছরের আবে গত কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন। গত জুলাইয়ে তার রক্তবমি হয়। তারপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কিন্তু গত এক সপ্তাহে তাকে দুই বার হাসপাতালে যেতে হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। আবে গত বছরই জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ড গড়েন। আর চারদিন আগে গড়েন টানা সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড। ২০১২ সাল থেকে তিনি টানা এ দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা জানান, ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগের কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন আবে। জুলাইয়ের মাঝামাঝিতে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। যে কারণে এখন থেকে তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে। ফলে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাতে পর্যাপ্ত সময় দিতে পারবেন না বলে মনে করেন আবে। তিনি বলেছেন, ‘আমি অনেক ভেবে দেখলাম, আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া উচিত হবে না। করোনাভাইরাস মহামারী চলছে এবং ভাইরাসের বিরুদ্ধে আমাদের নেওয়া কৌশলও এখনো বাস্তবায়ন হয়নি; এমন সময়ে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগের জন্য আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।’

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে আবের বর্তমান প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ রোগের কারণে ২০০৭ সালেও তিনি একবার পদত্যাগে বাধ্য হয়েছিলেন। ২০০৬ সালে ৫২ বছর বয়সে প্রথমবার জাপানের প্রধানমন্ত্রী হন আবে। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া জাপানের প্রথম প্রধানমন্ত্রীও বটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর