রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বর্তমান দুঃসময় মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অত্যন্ত দুঃসহ ও অসহায় একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের সময় যাচ্ছে। এর মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। জাতীয় সংসদের সিলেট-২ আসনের সদস্য মোকাব্বির হোসেন খানের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ গণফোরাম নেতারা অংশ নেন। অনুষ্ঠানে ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত সেখানে না গিয়ে ভার্চুয়ালি অংশ নেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, এ দেশের জনগণ কখনো নিরাশ হয় না। পরিস্থিতি যত ভয়াবহই হোক, এ থেকে মুক্তি পেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ভোট ছাড়াই এ দেশে রাজা-উজির হয়ে যায়। আর কোনো রকমের ভোট না দিয়ে নির্বাচন ছাড়াই জনগণ হয়ে যায় প্রজা। এটা হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি। এটা ভাঙতে হবে। সভাপতির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, বৈষম্য আগেও ছিল, এখনো আছে। দুর্নীতি ও দুঃশাসনের কারণে এ বৈষম্য রয়েছে। দুর্নীতি এ দেশকে শেষ করে দিচ্ছে। বৈষম্য ও দুর্নীতি এ রাষ্ট্রকে এগোতে দিচ্ছে না। এর জন্য গণফোরামের নেতা-কর্মীদের জনগণের অধিকার আদায়ে কাজ করতে হবে।

সর্বশেষ খবর