মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সোশ্যাল অ্যান্ড নিউ মিডিয়া উইং হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল অ্যান্ড নিউ মিডিয়া উইং হচ্ছে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্প্রসারণশীল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনার লক্ষ্যে ‘সোশ্যাল অ্যান্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত ঘোষণা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব কামরুন নাহার এবং মন্ত্রণালয়ের দফতর প্রধান ও কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ক্যাবল অপারেটরদের অবৈধ চ্যানেল প্রদর্শনের বিরুদ্ধে এবং নির্ধারিত সময়ে নবায়ন না করাতে লাইসেন্স বাতিলকৃত ক্যাবল অপারেটরদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে ঐক্যমত হয়।

সর্বশেষ খবর