বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যের সেই আবজাল ১৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দুই মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত অফিস সহকারী আবজাল হোসেনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল  ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এদিন দুই মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবজালের পক্ষে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন  আইনজীবী। শুনানি শেষে বিচারক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ আগস্ট সকালে আবজাল হোসেন একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন। গত ২৭ জুন দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। মামলা দুটির মধ্যে একটিতে আবজাল হোসেন একা আসামি এবং অন্যটিতে তার স্ত্রী রুবিনা খানম যৌথভাবে আসামি। মামলা দুটিতে আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানি লন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে মামলা দুটিতে।

সর্বশেষ খবর