বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিচারকাজ থমকে নেই এটাই বড় বিষয়

আরাফাত মুন্না

বিচারকাজ থমকে নেই এটাই বড় বিষয়

ব্যারিস্টার শফিক আহমেদ

করোনার প্রকোপের মধ্যেও ভার্চুয়াল এবং সশরীরে আদালতের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রশংসা করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এর মাধ্যমে অন্তত বিচারকাজটা থমকে থাকছে না। এটাই বড় বিষয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিক আহমেদ বলেন, আমার বয়স বেশি, তাই আদালতে যাচ্ছি না। বাসায় বসেই দু-একটা ভার্চুয়াল আদালতে মামলার শুনানিতে

অংশ নিচ্ছি। অন্যদিকে তরুণ আইনজীবীরা কিন্তু সশরীরে চলা আদালতে মামলার কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি বলেন, বর্তমানে নিম্ন আদালত পূর্ণাঙ্গভাবেই সশরীরে চলছে। আইনজীবীরা স্বাস্থ্যবিধি মেনে শুনানি করছেন। হাই কোর্ট চলছে দুই পদ্ধতিতে। কিছু কোর্ট চলছে সশরীরে। বাকি কোর্টগুলো চলছে  ভার্চুয়াল পদ্ধতিতে। আপিল বিভাগেও ভার্চুয়াল পদ্ধতিতে পূর্ণাঙ্গভাবে বিচার কাজ চলছে। জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, করোনার কারণে দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীরা আর্থিকভাবে সমস্যায় পড়ে গিয়েছিলেন। বিচারপ্রার্থীরাও পড়েছিলেন বিড়ম্বনায়।

 এখন নিয়মিত ও ভার্চুয়াল, দুই পদ্ধতিতে একই আদালতের কার্যক্রম সচল থাকায় বিচারপ্রার্থীরা দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন, উপকৃত হচ্ছেন আইনজীবীরাও। তাই এখানে সরকারকে ধন্যবাদ দিতেই হয়।

সর্বশেষ খবর