সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রুশ ভ্যাকসিনের চালান মস্কোর ক্লিনিকগুলোতে

প্রতিদিন ডেস্ক

রুশ ভ্যাকসিনের চালান মস্কোর ক্লিনিকগুলোতে

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় রাশিয়ার রাজধানী মস্কোর বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিকে প্রথম দফার রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি’র প্রথম চালান পৌঁছে গেছে। শুক্রবার মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা বলেছেন, এই ক্লিনিকগুলো প্রায় ৪০ হাজার মানুষের দেহে ১৮০ দিনের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। সূত্র : তাস।

করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। গত শুক্রবার আন্তর্জাতিক মেডিকেল সাময়িকী ল্যানসেটর প্রতিবেদনে বলা হয়, ‘ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন করে দুটি ট্রায়াল চালানো হয়েছে। প্রত্যেকবারই অংশ নিয়েছেন ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি          হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’ মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা বলেন, শুক্রবার মস্কো মেডিকেল ইনস্টিটিউশন ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনের জন্য করোনাভাইরাস মোকাবিলার প্রথম দফার ভ্যাকসিন গ্রহণ করেছে। এক্ষেত্রে পৌরসভা বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিক অগ্রদূত হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে এ কাজ শুরু হবে। ডেপুটি মেয়র আরও জানান, ভ্যাকসিনগুলো সুনির্দিষ্ট অনুকূল পরিবেশে বিশেষ ফ্রিজারে রাখা হয়েছে। শুক্রবার থেকেই মস্কোর বাসিন্দারা এ পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করে প্রথমে এ ভ্যাকসিন নিতে পারছেন। ডেপুটি মেয়র আরও বলেন, মস্কো কর্তৃপক্ষ ও গামালিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইপিডিমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি অব রাশিয়া হেলথকেয়ার মিনিস্ট্রি কভিড-১৯ মোকাবিলায় এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল পূর্ববর্তী নিবন্ধনে অংশ নিতে রাজধানীর বাসিন্দাদের আমন্ত্রণ জানায়। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের জন্য প্রেগনেন্সি পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং যেসব পুরুষ এতে অংশ নিতে যাচ্ছেন তারা পরবর্তী তিন মাস সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতে পারবেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর