মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তদন্ত কমিটি লোকদেখানো

নিজস্ব প্রতিবেদক

তদন্ত কমিটি লোকদেখানো

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে অগ্নিদুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না। গ্যাস লিকেজের ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তিতাসকে জানানোর পরও ৫০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় ব্যবস্থা নেয়নি। এখন সরকারের পক্ষ থেকে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে। তিতাসের এই অব্যবস্থাপনার দায় কি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এড়াতে পারে না। এই দায় সরকারেরই।

যখনই কোনো অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা সামনে আসে, তখনই কিছু কর্মকর্তা-কর্মচারীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা করা হয়। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, এই মসজিদ অবৈধ। ১২ বছর ক্ষমতায় থাকার পর এতদিনে এসে তিনি এই মসজিদকে অবৈধ বলছেন। এতদিন কোথায় ছিলেন তিনি? মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনে গঠিত অবৈধ সরকারের অবৈধ প্রতিমন্ত্রীর মুখে একটি ধর্মীয় উপাসনালয় নিয়ে এই ধরনের মন্তব্য কোনোভাবেই  মেনে  নেওয়া যায় না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর