বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্বকে শেখাতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকে শেখাতে পারে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন বলেছেন, অভিযোজনের ক্ষেত্রে আমাদের সেরা শিক্ষক হচ্ছে তারাই, যাদের অবস্থান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সম্মুখসারিতে। এক্ষেত্রে বাংলাদেশের মতো খুব কম দেশই আছে, যারা আমাদের শেখাতে পারে। আমরা এখানে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা ও অভিজ্ঞতা নিতে চাই। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন-জিসিএ চেয়ারপারসন বান কি-মুন এসব কথা বলেন। এর আগে ভার্চুয়াল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় জিসিএ’র আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বান কি-মুন বলেন, সারা পৃথিবী যখন জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে আলোচনা করছে, তখন বাংলাদেশ দুর্যোগের মোকাবিলায় শক্ত হাতে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর