বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অভিমত : মোহাম্মদ নুরুল হুদা

হেফাজতে মৃত্যু গর্হিত অপরাধ

সাখাওয়াত কাওসার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, পুলিশ হেফাজতে মৃত্যু একটি গর্হিত অপরাধ। এটি কোনোভাবেই কাম্য নয়। আজকে আদালত যে রায় দিয়েছে, সেখানে হয়তো অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা              তাদের নিজেদের পক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আদালত তাদের বক্তব্যে সন্তুষ্ট না হওয়ার কারণেই রায় তাদের বিপক্ষে গেছে।

পুলিশের সাবেক এই প্রধান বলেন, ‘করোনা মহামারীতে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ যখন প্রশংসা করে, তখন এই বাহিনীর সাবেক একজন সদস্য হিসেবে আমার খুবই গর্ব হয়। এমন পুলিশিং কর্মকান্ড অব্যাহত থাকুক এমন প্রত্যাশাই আমার সব সময়ের জন্য।’ তিনি বলেন, ‘দিন সব সময় সমান যায় না। আপনি মন্দ কাজ করবেন নিন্দা হবে। আপনাকেই প্রমাণ করতে হবে যে ওই কাজটি আমি অযথা করিনি। পুলিশিংয়ে শক্তি প্রয়োগটাও আনুপতিক হতে হবে। হেফাজতে মৃত্যুটা সব সময়ই নিন্দনীয় ও অপ্রত্যাশিত। আবার কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো বাহিনীর ওপর কখনোই বর্তাবে না। এসব ব্যাপারে ঢালাও মন্তব্য করাও ঠিক নয়। কারণ বাহিনীর সদস্যদের কোনো খারাপ খবর শুনলে আমি নিজে খুব ব্যথিত হই। তবে একটা বিষয় হলো, বাহিনীর প্রতিটি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলেই যে কোনো ধরনের অপরাধ, দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। ঊর্ধ্বতন কর্মকর্তা সৎ ও নিষ্ঠাবান হলে তার অধস্তনরাও সে রকম হতে বাধ্য। তবে এর বাস্তবায়ন অবশ্যই প্রথমে ওপরের স্তরে নিশ্চিত করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর