বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেত্রকোনায় আবারও ট্রলারডুবি ১০ লাশ উদ্ধার, নিখোঁজ ১২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় আবারও ট্রলারডুবি ১০ লাশ উদ্ধার, নিখোঁজ ১২

নেত্রকোনার মদনে ট্রলার ডুবে ১৮ জন নিহত হওয়ার পর গতকাল আবারও ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বিকাল পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয় এবং কমপক্ষে ১২ জন নিখোঁজ ছিলেন। জানা গেছে, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে যাত্রী বোঝাই ট্রলারটি নেত্রকোনার ঠাকুরোকোনার উদ্দেশে ছেড়ে আসে। খরস্রোতা গুমাই নদী দিয়ে বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায়  এসে এটি একটি বলগেটকে (বালুবাহী বড় স্টিলের ট্রলার) ওভারটেক করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। ট্রলারে থাকা সব যাত্রীই পানিতে পড়ে যান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও সুনামগঞ্জের মধ্যনগর থেকে কলমাকান্দার ফরহাদ মেম্বারের ট্রলারটি অগণিত যাত্রী নিয়ে কলমাকান্দার উদ্দেশে ছেড়ে আসে। পথে বিভিন্ন স্থান থেকে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।  স্থানীয়রা ঘটনাস্থল থেকে রাকিবুল হাসান (২), লুৎফুর নাহার (২৫), হামিদা (৫০), সুলতানা বেগম (৪০), মোজাহিদুল ইসলাম (৩), লাকী আক্তার (৩০), টুম্পা (৪), জাহিদ মিয়া (২), অনিক (৫), এবং মজিদা বেগমের (৫০) লাশ উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জন মধ্যনগর এলাকার, ২ জন ধর্মপাশা ও একজন নারী নেত্রকোনার মেদনী ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর ট্রলার চালককে আটক করা যায়নি।  স্থানীয় প্রশাসনসহ পুলিশ সুপার, জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, কাউকেই আটক করা হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লাশ দাফনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুুল আহাদ যৌথভাবে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা দেন। ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল পৌঁছলেই নিখোঁজদের উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর