শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অবৈধ পার্কিংয়ে রাখা বাঁশ বিঁধে এএসআইর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধ পার্কিংয়ে রাখা বাঁশ  বিঁধে এএসআইর মৃত্যু

অবৈধভাবে রাখা এই বাঁশে বিঁধেই প্রাণ যায় আশাশুনি থানার এএসআইর -বাংলাদেশ প্রতিদিন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় অবৈধ পার্কিংয়ে ট্রাকে রাখা বাঁশ বুকের ভিতর ঢুকে গেলে আশাশুনি থানার এএসআই  মো. শাহজামাল মারা গেছেন। গতকাল ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে চাপড়া ব্রিজের উত্তরপাশে এ ঘটনা ঘটে। এএসআই ডিউটি শেষে এ সময় থানায় ফিরছিলেন। জানা গেছে, পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, এএসআই মো. শাহজামাল বুধহাটা বাজারে ডিউটি করছিলেন। ডিউটি শেষে ভোররাতে বুধহাটা বাজার থেকে থানায় ফিরছিলেন। পথিমধ্যে চাপড়া ব্রিজের উত্তর পাশে অন্ধকারের মধ্যে বাঁশ বোঝাই একটি ট্রাক অবৈধভাবে পার্কিং করা ছিল। ট্রাকের পেছনের অংশে বাঁশের অপর প্রান্ত ঝুলে ছিল। ট্রাকে কোনো লাইট ছিল না। মোটর সাইকেলযোগে থানায় ফেরার পথে ট্রাকের পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর