শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাশিয়ার আরেকটি ভ্যাকসিনের পরীক্ষা চলতি মাসেই শুরু

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস রুখতে তাদের তৈরি দ্বিতীয় ভ্যাকসিনের পরীক্ষা এ মাসেই শুরু হতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এ পরীক্ষা শুরু হবে বলে আভাস দেওয়া হয়েছে। সূত্র : আরআইএ।

রাশিয়ার গ্রাহক স্বাস্থ্য নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দ্বিতীয় এ টিকা উদ্ভাবন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউট। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এ টিকার পরীক্ষা শুরু হবে। উল্লেখ্য, রাশিয়ায় উদ্ভাবিত প্রথম টিকাটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক-ভি’। এ টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে এরই মধ্যে।

এদিকে আরেক খবরে বলা হয়েছে, চলতি মাস থেকেই ভারতে শুরু হবে স্পুটনিক-ভি এর তৃতীয় দফার হিউম্যান ট্রায়াল। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফিলিপিন্স এবং ব্রাজিলে এ টিকার তৃতীয় দফার পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরে এ ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানানো হয়। তিনি দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ‘স্পুটনিক-ভি-এর তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল ভারতেও হবে বলে জানিয়ে দেয় রাশিয়া। ট্রায়ালের ফলাফল নভেম্বরের মধ্যেই প্রকাশ করবে রাশিয়া।

অক্সফোর্ডের টিকা নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা : অক্সফোর্ডের করোনার টিকা পরীক্ষা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। টিকায় এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে চূড়ান্ত ধাপে থাকা পরীক্ষা বন্ধ করতে হয়েছে। এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এবিসি নিউজকে বলেন, যদিও জানা গেছে, টিকা পরীক্ষায় একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পয়েছেন, এটি টিকা সম্পর্কিত কোনো সমস্যার কারণে হতে পারে, আবার তা নাও হতে পারে।

 গত মঙ্গলবার হঠাৎ করেই একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার আগে অক্সফোর্ডে গবেষকদের সম্ভাবনাময় টিকাটি  ক্লিনিক্যাল ট্রায়ালে ভালোভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্রেও গত সপ্তাহ থেকে স্বেচ্ছাসেবীরা ইনজেকশন নিতে শুরু করেছিলেন। তবে টিকা পরীক্ষা সাময়িক বন্ধ রাখার বিষয়টিকে অনেক বিশেষজ্ঞ ইতিবাচক হিসেবে দেখছেন। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক আনা পি ডারবিন বলেন, যেভাবে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়, এটা তার উদাহরণ। পরীক্ষা বন্ধ করে অ্যাস্ট্রাজেনেকা পুরোপুরি ঘটনাটি পর্যালোচনা করতে সময় নিচ্ছে। এতে টিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডের টিকা পরীক্ষার মতো বড় বড় পরীক্ষায় কিছু অংশ গ্রহণকারীর মধ্যে কখনো অসুস্থতা দেখা দেয়। তখন টিকা পরীক্ষা থামিয়ে এ নিয়ে আরও পর্যালোচনা করে টিকা কোনো মারাত্মক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবে কি না, তা দেখা হয়। ডারবিন বলেন, এ প্রতিকূল ঘটনাকে মূলত যেকোনো অপ্রীতিকর প্রতিক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা টিকা দেওয়ার পর ঘটতে পারে। এটি টিকার সঙ্গে সম্পর্কযুক্ত হতেও পারে আবার তা নাও পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর