রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাভারে থেমে নেই অবৈধ সংযোগ ঘটছে দুর্ঘটনা

নাজমুল হুদা, সাভার

করোনাভাইরাস মহামারীর মধ্যেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে থেমে নেই অবৈধ গ্যাস সংযোগ দেওয়া চক্রের তৎপরতা। বিভিন্ন এলাকায় দিনে ও রাতে পাল্লা দিয়ে এসব    অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। ফলে এলাকাজুড়েই চলছে অবৈধ সংযোগে গ্যাস ব্যবহার। ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসছে। এ অবৈধ সংযোগ ঘিরে প্রভাবশালী মহল হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। এক অনুসন্ধানে জানা গেছে, সাভারের আমিনবাজার, বলিয়ারপুর, বনগাঁও, সাদাপুর, ভাকুর্তা ইউনিয়নের গোটা এলাকা, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, রাজাঘাট, শ্যামপুর, হরিণধরা, পূর্বহাটি, গেন্ডা, রাজাশন, সিটিলেন, উলাইল, কর্ণপাড়া, হেমায়েতপুর, আশুলিয়ার কবিরপুর, বাড়ৈপাড়া, জিরানি, শ্রীপুর, বাইপাইল, বুড়ির বাজার, ডেন্ডাবর, পল্লীবিদ্যুৎ, শ্রীখ-িয়া, গাজীর চট, জামগড়া, বেরন, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, নরসিংহপুর, জিরাবো, ইয়ারপুর, টঙ্গাবাড়ী, দুর্গাপুর, কাঠগড়াসহ আশুলিয়া ইউনিয়নের বাসন্ত হাড়া, ধলপুর, দোসাইদ, আউকপাড়াসহ এমন কোনো গ্রাম নেই যেখানে অবৈধ গ্যাস সংযোগ নেই। বিভিন্ন এলাকার বাসাবাড়ি, সাভার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। আশুলিয়ার বিভিন্ন এলাকায় নতুন নতুন বাড়ি তৈরির পাশাপাশিও চলছে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক। কর্তৃপক্ষ প্রতিনিয়ত এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও সবার চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছেন বাড়ির মালিকরা। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মেম্বার, চেয়ারম্যান ও প্রভাবশালীদের মোটা অঙ্কের টাকা দিয়ে সংযোগ নিচ্ছেন বাড়ির মালিকরা। শিমুলিয়া যুবলীগের আহ্বায়ক আমির হোসেন জয় গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন এলাকাবাসী। তিতাসের ঠিকাদার সাফায়াতের বিরুদ্ধেও অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ আছে। তিতাসের সাভার এরিয়া ম্যানেজার প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই মধ্যে অনেক বিচ্ছিন্ন ও গ্যাস পাইপ জব্দ করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’ স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সাভার ও আশুলিয়ার এক ইঞ্চি জায়গায়ও অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ চলছে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ খবর