রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সিআইডির ডিআইজি মাঈনুল হাসান বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি মসজিদে বিস্ফোরণ গ্যাস লিক থেকে ঘটেছে। এখানে গ্যাস, বিদ্যুৎসহ সব ধরনের প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখা হবে। এখানকার অ্যাভিডেন্স নিয়ে আমরা আমাদের ফরেনসিক ডিপার্টমেন্ট দিয়ে কাজ করাব। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ফতুল্লা থানায় মামলা হয়েছে, যা এখন সিআইডি  তদন্ত করছে। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারি দিয়ে তদন্ত করব।’ গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাঈনুল হাসান বলেন, ‘যাদের ব্যাপারে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে ৩১ জনের মৃত্যু হয়। পাঁচজনকে এখনো সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের ঘটনার এক দিন পর ফতুল্লা থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। অধিক তদন্তের জন্য বৃহস্পতিবার মামলার তদন্তভার সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে গঠিত পৃথক পাঁচটি তদন্ত কমিটি তদন্ত অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর