শিরোনাম
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মানুষের ওপর সরাসরি ভ্যাকসিন পরীক্ষা করছে চীনের বায়োটেক গ্রুপ

প্রতিদিন ডেস্ক

চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানির দুটি করোনা ভ্যাকসিন সরাসরি মানুষের ওপর প্রয়োগ করে পরীক্ষা চালানো হচ্ছে। বলা হচ্ছে, এগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। তার আগেই এই গ্রুপের কর্মকর্তাসহ তিন হাজার মানুষের ওপর এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

এ বিষয়ে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, বিপদ সত্ত্বেও চীনা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে নতুন টিকা প্রয়োগ করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্মের সহায়ক সংস্থা চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানির দুটি পরীক্ষামূলক টিকা গত জুলাইয়ে বেইজিংয়ের কাছ  থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পায়। এরপর এ সপ্তাহে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টিকাগুলোর পরীক্ষামূলক ডোজ অনেক মানুষকে দেওয়া হয়েছে। অন্যদিকে চীনা আরেক টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড বলেছে, তাদের কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ তিন হাজার মানুষকে তারা টিকা দিয়েছে। পরীক্ষামূলক ও করোনাভাইরাসের টিকাগ্রহীতাদের মধ্যে তাদের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাও রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, তিনটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এতে টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার বিষয় দেখা হবে। এগিয়ে থাকা অন্য ছয়টি করোনার টিকাও চূড়ান্ত ধাপে পৌঁছেছে। পরীক্ষা পর্যায়ে শেষ হওয়ার পরে প্রতিটি দেশের নিয়ন্ত্রকরা সাধারণত কোনো টিকা জনগণের ওপর ব্যাপক প্রয়োগ করা হবে কি না, তা নির্ধারণ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির বেশ কয়েকটি টিকা পরীক্ষায় এগিয়ে থাকলেও তা ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে জনগণের ওপর প্রয়োগের অনুমতি পায়নি। সেখানে চীনের প্রতিষ্ঠান হাজারো মানুষকে পরীক্ষামূলক কভিড-১৯-এর টিকার ইনজেকশন দিচ্ছে।

সর্বশেষ খবর