শিরোনাম
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকার ভুল তথ্য দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সরকার ভুল তথ্য দিচ্ছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, সরকার করোনা আক্রান্তদের জন্য ‘ভুল’ পরিসংখ্যান তৈরি করছে। করোনা আক্রান্তের যে ডাটা তৈরি করেছে সে তালিকা থেকে ইতিমধ্যে ৮২ হাজারের বেশি রোগীর নাম বাদ পড়েছে। আজকে কত লোক করোনায়  মারা যাচ্ছে? সংবাদে বলা হয় মাত্র কয়েকজনের কথা। গতকাল ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জের শোল্লা ও ইকোরিয়াসহ কয়েকটি ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, এ সরকার চাচ্ছে একটা এতিম জেনারেশন তৈরি করতে। আপনার ছেলে অন্য দল করে, ভিন্নমত পোষণ করে, সরকারের সঙ্গে একমত পোষণ করে না। হয়তো ধানখেতে তার লাশ পাওয়া যাবে, না হয় চিরদিনের জন্য তার হদিস পাওয়া যাবে না। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা ত্রাণসামগ্রী বিতরণকালেও সরকারের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর