সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মনোনয়ন বাণিজ্য বিএনপির জন্য কাল

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন বাণিজ্য বিএনপির জন্য কাল

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মনোনয়ন বাণিজ্য বিএনপির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই নির্বাচন এলে বেড়ে যায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। কখনো কখনো তা রূপ নেয় সংঘর্ষে। যদিও এ নিয়ে দলের নেতাদের ভিতরেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়ন বাণিজ্যের কথা অনেকেই সরাসরি বলতে রাজি না হলেও শীর্ষ নেতারা বলছেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। গতকাল কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।  ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখতে অনৈতিক পথ থেকে বের হয়ে আসতে হবে বিএনপিকে। অর্থের বিনিময়ে প্রার্থিতা দেওয়ার সংস্কৃতি বিএনপির ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা বলছেন, বিভেদ মেটাতে আর্থিক লেনদেন থেকে বেরিয়ে আসতে হবে বিএনপিকে। বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা বলেন, যা রটে তার কিছু তো বটেই। কিছু না হলে এটা রটবে কেন? গণতন্ত্রের চর্চাটা না থাকার কারণে এটা হচ্ছে।

সর্বশেষ খবর