মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেনের পক্ষে নামলেন ব্লুমবার্গ, বিপাকে ট্রাম্প

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাইডেনের পক্ষে নামলেন ব্লুমবার্গ, বিপাকে ট্রাম্প

ট্রাম্পের দুর্গে ফাটল ধরাতে বিশ্বের সেরা ধনীদের অন্যতম মাইকেল ব্লুমবার্গ ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে মাঠে নেমেছেন। তিনি ফ্লোরিডায় বাইডেনের পক্ষে জনমত সৃষ্টি করছেন। কারণ ফ্লোরিডা, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, মিনেসোটা স্টেটের ফলাফলের ওপরই নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করছে। এরই একটি ফ্লোরিডা। নির্বাচনী প্রচার-তহবিলের ক্ষেত্রে এমনিতেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন, তেমনি অবস্থায় নিউইয়র্কের সাবেক মেয়র ব্লুমবার্গের এম উদ্যোগে ডেমোক্র্যাট শিবিরের উৎসাহ বাড়িয়েছে। একই দিন ট্রাম্পের অন্ধ-সমর্থক হিসেবে পরিচিত ‘ফক্স নিউজ’র জরিপে গত রবিবার প্রকাশ পেয়েছে যে, রিপাবলিকান অধ্যুষিত অ্যারিজোনা স্টেটে বাইডেন এগিয়ে রয়েছেন। এদিনের অপর এক জরিপে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে বাইডেনের মানসিক স্বাস্থ্য অনেক ভালো বলেও অধিকাংশরা উল্লেখ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের চেয়ে শতগুণ ভালো বাইডেন- এমন অভিমত পোষণ করেছেন অংশগ্রহণকারীরা। এদিকে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে প্রচার-সমাবেশ সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে করার পরামর্শ সত্ত্বেও গত রবিবার ট্রাম্প সমাবেশ করেন নেভাদায়। এর আগে করোনার তা-বে সারা আমেরিকা যখন ভীতিকর অবস্থায় পড়েছিল, সে সময়েও (২০ জুন) ওকলাহোমার টালসা সিটিতে ট্রাম্প সমাবেশ করেছিলেন স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে। অন্যদিকে জো বাইডেন রবিবার নিজ স্টেট দেলওয়ারের উইলমিংটনের একটি চার্চে প্রার্থনা সমাবেশে অংশ নেন মাস্ক পরে। চার্চে উপস্থিত সবাই মাস্ক পরেন ও সামাজিক দূরত্ব বজায় রাখেন। তবে এখানে কোনো বক্তব্য-পর্ব ছিল না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এদিন সকালে লাস ভেগাসে ‘ল্যাটিনোজ ফর ট্রাম্প’র উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। এরপর দুপুর ও বিকালে নেভাদায় নির্বাচনী তহবিল গঠনের একটি অনুষ্ঠান ছাড়াও নেভাদা স্টেটের হেন্ডারসনে একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন। প্রসঙ্গত, নিউইয়র্কের স্থায়ী বাসিন্দার পরিচয় ত্যাগ করে বছর দুয়েক আগে ট্রাম্প পাড়ি জমিয়েছেন ফ্লোরিডায়। সেখানকার ভোটারদের পক্ষে টানতে তিনি সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছেন। তবে সেরা ধনীর অন্যতম ব্লুমবার্গ  ১০০ মিলিয়ন ডলার নিয়ে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় নামায় ট্রাম্প শিবিরে দুশ্চিন্তা বেড়ে গেছে।  ট্রাম্পের অ্যারিজোনায় বাইডেন এগিয়ে : নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণকারী স্টেটসমূহের অন্যতম অ্যারিজোনায় ‘সিবিএস নিউজ/ইউগভ’ পরিচালিত সর্বশেষ জরিপে গত রবিবার প্রকাশ পেয়েছে যে, ট্রাম্পের চেয়ে বাইডেন ৩% এগিয়ে রয়েছেন। অর্থাৎ বাইডেনকে সমর্থন দিয়েছেন ৪৭% ভোটার। অন্যদিকে ৪৪% ট্রাম্পের পক্ষে রয়েছেন। অ্যারিজোনায় বরাবরই রিপাবলিকানরা বেশি ভোট পেয়ে আসছে। অ্যারিজোনার ৫০% ভোটার মনে করছেন যে, করোনার মতো মহামারী দমনে/নিয়ন্ত্রণে ট্রাম্পের চেয়ে অনেক ভালো নেতৃত্ব দিতে পারবেন বাইডেন। মাত্র ৩৭% ট্রাম্পকে এক্ষেত্রে অধিকতর যোগ্য বলে জবাব দিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে কোনো নির্বাচনেই ডেমোক্র্যাটরা অ্যারিজোনায় জয়ী হতে পারেনি। গত নির্বাচনেও ট্রাম্প ৪৮.৭% ভোট পেয়েছেন এ স্টেটে। এদিকে ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘ফক্স নিউজ’র জরিপে জানা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে অধিকতর যোগ্য বাইডেন। জরিপে অংশ নেওয়া ৫১% বলেছেন যে, ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশি যোগ্য। ৭৪ বছর বয়সী ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন ৪৭% আমেরিকান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর