মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডিকে সতর্ক করল হাই কোর্ট

বুড়িগঙ্গা নদীর পানিদূষণ বন্ধে হাই কোর্টের দেওয়া রায় বাস্তবায়ন না করায় ওয়াসার এমডি তাকসিম এম খানকে সতর্ক করে এক মাসের মধ্যে আদালতে প্রকৃত রায় বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলে, ওয়াসার এমডি ইচ্ছাকৃতভাবে রায় প্রতিপালন করছেন না এবং বারবার  প্রতিবেদন দাখিলের মাধ্যমে সময় ক্ষেপণ করছেন। পরে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ঠিক করেছে হাই কোর্ট।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম এবং ওয়াসার এমডির পক্ষে ছিলেন অ্যাডভোকেট উম্মে সালমা। পরে মনজিল মোরসেদ জানান, শুনানিতে ওয়াসার এমডির পক্ষে আরও একটি প্রতিবেদন হাই কোর্টে দাখিল করা হয়। কিন্তু আদালত তা গ্রহণ না করে ওয়াসার এমডিকে সতর্ক করেন এবং বারবার সময় নিয়ে রায় বাস্তবায়ন করার বিষয়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করার তথ্য উল্লেখ করেন। মনজিল মোরসেদ জানান, ঢাকার শ্যামপুরের ইন্ডাস্ট্রিজ এলাকার পরিচালিত বিভিন্ন শিল্প-কারখানা থেকে বর্জ্য নিঃসরণে বুড়িগঙ্গা নদীর পানিদূষণ বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১০ সালে একটি রিট করে। ওই রিটের শুনানি নিয়ে ২০১১ সালে হাই কোর্ট তার রায়ে ওয়াসার এমডিকে ছয় মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীতে কারখানার বর্জ্য নিঃসরণ লাইন বন্ধের নির্দেশ দেয়। কিন্তু রায় বাস্তবায়ন না হওয়ায় একটি সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে আদেশের পরিপ্রেক্ষিতে ওয়াসার এমডি তাকসিম এম খান আদালতে হাজির হয়ে রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পরে ১৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর দুটি প্রতিবেদন আদালতে দাখিল করা হলেও রায় বাস্তবায়ন না হওয়ায় তা গ্রহণ না করে সময় প্রদান করেন হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর