বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খিচুড়ি রান্না শিখতে বিদেশ ভ্রমণ তামাশা

নিজস্ব প্রতিবেদক

খিচুড়ি রান্না শিখতে বিদেশ ভ্রমণ তামাশা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে ফালতু কাজে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো মিডনাইট নির্বাচনে সহায়তার উপঢৌকন। খিচুড়ি রান্না শিখতে বিদেশ ভ্রমণ নতুন তামাশা ছাড়া কিছুই নয়। গতকাল রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে   এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। এর আগে পুকুর খননের প্রশিক্ষণের জন্য, পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতেও তাদের বিদেশ পাঠানো হয়। এসব অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র এই সরকারের আমলেই সম্ভব। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, একরামুল হক বিপ্লব, মশিউর রহমান বিপ্লব, ডা. জাহিদুর রহমান জাহিদ, জাকির হোসেন রোকন,  মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর