শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ওরম্যাক্স মিডিয়ার জরিপ

বিশ্বাসযোগ্যতায় এখনো খবরের কাগজই শীর্ষে

প্রতিদিন ডেস্ক

বিশ্বাসযোগ্য খবরের মাধ্যম হিসেবে এখনো পাঠকের কাছে শীর্ষস্থানে রয়েছে খবরের  কাগজ। ভারতীয় মিডিয়া পরামর্শক সংস্থা ওরম্যাক্স মিডিয়ার এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সূত্র : ইকোনমিক টাইমস।

সম্প্রতি এই জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে বিশ্বাসযোগ্যতার দিক থেকে ৬২ শতাংশ স্কোর পেয়ে প্রথম স্থান পেয়েছে ছাপার কাগজ। ৫৭ ও ৫৬ শতাংশ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে রেডিও ও টেলিভিশন সংবাদ। এ প্রসঙ্গে ভারতের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ বেনেট কোলেম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেডের (বিসিসিএল) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শিভ কুমার সুন্দরম বলেন, ‘এতে আমার কোনো  সন্দেহ নাই যে, ছাপার কাগজ আরও অনেক বছরই সবচেয়ে বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে টিকে থাকবে। ছাপা কাগজের খবর আরও বেশি খাঁটি ও যাচাইকৃত। যে কারণে মানুষ ডিজিটাল মাধ্যমে যে খবর পড়ছেন তা নিশ্চিত হতে আবার সংবাদপত্রের জন্য অপেক্ষা করেন।’ খবরের বিশ্বাসযোগ্যতার সূচকে জরিপটিতে ভারতের ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ২ হাজার ৪০০ গ্রাহকের মতামত নিয়েছে ওরম্যাক্স মিডিয়া। তাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের ওপরে এবং তারা শহরে বসবাসকারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর