শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কাজ করতে হবে মানসম্মত শিক্ষার জন্য

নিজস্ব প্রতিবেদক

কাজ করতে হবে মানসম্মত শিক্ষার জন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মানসম্মত শিক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মেধাবীদের শিক্ষকতার পেশায় নিয়ে আসতে হবে। এটি রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব। গতকাল বিকালে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও আমাদের করণীয়’ শিরোনামে আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাকে মানসম্মত শিক্ষায় রূপান্তরিত করতে হবে। সব পর্যায়ের শিক্ষককে গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু শিক্ষকদের খুব সম্মান করতেন। তিনি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। শিক্ষকদের গুরুত্ব দিয়েই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, একজন শিক্ষক সবসময় মানসম্মত শিক্ষার চাহিদা উপলব্ধি করেন। শিক্ষক হিসেবে মনে করি আজ যা শিক্ষাদান করলাম, আগামীকাল বা পরশু আরও ভালো শিক্ষাদান করব। শিক্ষাদান করে আত্মতুষ্টিতে ভোগেন না শিক্ষকরা। তারা মানসম্মত শিক্ষার কথা চিন্তা করেন। সরকারের প্রতি আহ্বান জানাব, শিক্ষকদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য এগিয়ে আসবেন। প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার প্রতিফলন ঘটেছিল কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্টে। পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকান্ডের কারণে এ রিপোর্ট বাস্তবায়ন করতে পারেননি তিনি। সেখানে বলা ছিল শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কথা। বঙ্গবন্ধুর প্রত্যাশাও ছিল এটি। সব প্রাথমিক বিদ্যালয় এক দিনে জাতীয়করণ করেছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর