শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২০২১ হবে আরও বেশি চ্যালেঞ্জিং

কূটনৈতিক প্রতিবেদক

২০২১ হবে আরও বেশি চ্যালেঞ্জিং

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে কানাডা, যুক্তরাজ্যসহ পৃথিবীর প্রায় সব দেশে। রেকর্ড পরিমাণ দাবানল যুক্তরাষ্ট্র, সাইবেরিয়া, ব্রাজিলসহ পৃথিবীর আরও অনেক দেশে। এশিয়ার বন্যা এবার অনেক দীর্ঘস্থায়ী। তাই ২০২১ আরও বেশি চ্যালেঞ্জিং হবে, এগুলো তার আগাম বার্তা, মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধটা প্রকৃতির সঙ্গে এবং নিজের সঙ্গে। গতকাল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আগের দিনও করোনাভাইরাস মহামারী নিয়ে সতর্কবার্তা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেসবুক বার্তায় প্রতিমন্ত্রী জানান, করোনা নতুনভাবে ফিরে এসেছে ইউরোপের বেশ কিছু দেশে এবং আবারও হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি হচ্ছে আক্রান্তের সংখ্যা। আপনি কি নিয়মিত মাস্ক পরছেন? নিয়মিত হাত ধুচ্ছেন?

সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন? মুখে, নাকে বা চোখে অজান্তে আপনার হাত চলে যাচ্ছে না তো? 

আমরা কি বয়োজ্যেষ্ঠদের সর্বোচ্চ সতর্কতায় রাখছি? নিয়মিত ব্যায়াম করছি?

সর্বশেষ খবর