রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

তিতাসের চার প্রকৌশলীসহ আটজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের চার প্রকৌশলীসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওসার আলম এই আদেশ দেন। এদিন সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই আটজনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুজন গতকাল মারা গেছেন। এরা হলেন ফরিদ (৫৫) এবং আবদুল আজিজ (৪০)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।  দুপুরে নারায়ণগঞ্জ সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইজি মাঈনুল বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতি থাকায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বহিষ্কৃত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীদের আটক করা হয়। মামলার তদন্তের কাজ অগ্রসর হয়েছে। তিতাসের কর্মকর্তাদের অবহেলার বিষয়টি তদন্তে উঠে এসেছে। মসজিদ কমিটির গাফিলতি পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরা হলেন- তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার (৩২), সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী (৫৬), সিনিয়র উন্নয়নকারী আইউব আলী (৫৮), হেলপার হানিফ মিয়া (৪৮) ও কর্মচারী ইসমাইল প্রধান (৪৯)।

 নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তিতাসের চার কর্মকর্তাসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য রিমান্ডে দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দুপুরে মারা যান ফরিদ। তার ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। ডা. পার্থ শংকর পাল বলেন, ‘নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর