রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ

যুক্তরাজ্য এখন করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘আমাদের দেশে যে আমরা দ্বিতীয় ঢেউ দেখব, তা একরকম অনিবার্যই ছিল।’ সূত্র : বিবিসি। সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় ‘কঠোর লকডাউন’ দিতে চান না জানালেও সামাজিক দূরত্বের         নির্দেশনা বাস্তবায়নে কঠোর হওয়া লাগতে পারে এবং পরিস্থিতি সামলাতে যুক্তরাজ্য তিন স্তরে বিধিনিষেধ দেওয়ার কথা ভাবছে বলে আভাস দিয়েছেন তিনি। ইঙ্গিত দেওয়া হয়, এর মাধ্যমে জাতীয়ভাবে লকডাউন না দিয়ে এক বাড়ির বাসিন্দাদের সঙ্গে অন্য বাড়ির বাসিন্দাদের দেখা-সাক্ষাৎ বন্ধ এবং বার ও রেস্তোরাঁ খোলা রাখার সময় কমিয়ে আনা হতে পারে।

সর্বশেষ খবর