সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

এবার বিদ্যুৎ মিস্ত্রি গ্রেফতার, দুই দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এবার মোবারক হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সকালে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।

সিআইডি নারায়ণগঞ্জের পরিদর্শক বাবুল হোসেন বলেন, ‘তদন্তে পাওয়া  গেছে মসজিদে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ ছাড়া আরেকটি অবৈধ সংযোগ আছে। আর অবৈধ সংযোগটি দিয়েছেন বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন। তিনি বিদ্যুৎ বিভাগের কোনো কর্মচারী নন। যার জন্য তাকে মসজিদের বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই অবৈধ সংযোগ না থাকলে বিদ্যুতের স্পার্ক হতো না। তাই অবৈধ সংযোগ দিতে আর কারা জড়িত আছে- সেজন্য জিজ্ঞাসাবাদ করতে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।’ প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও শিশুসহ ৩৯ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর