সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেশি পিঁয়াজ না কেনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বেশি পিঁয়াজ না কেনার আহ্বান

বেশি পিঁয়াজ না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘অনেক  দেশ থেকে পিঁয়াজ আমদানি করা হচ্ছে। দেশে পণ্যটির কোনো সংকট হবে না। আমরা অস্থির না হয়ে শুধু প্রয়োজনীয় পিঁয়াজ ক্রয় করলে কোনো সমস্যা হবে না।’ বাণিজ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে ই-কমার্সের আয়োজনে জুম প্ল্যাটফরমে  টিসিবি’র ‘ঘরে বসে স্বস্তির পিঁয়াজ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে দেশি ও আমদানিকৃত পর্যাপ্ত পিঁয়াজ মজুদ রয়েছে। ভারত ইতিমধ্যে ২৫ হাজার মেট্রিক টন পিঁয়াজ রপ্তানির অনুমতি প্রদান করেছে, এগুলো বাংলাদেশে প্রবেশ করতে শুরু হয়েছে। আশা করা যায় আরও ১০ হাজার মেট্রিক টন পিঁয়াজ রপ্তানির অনুমতি প্রদান করবে ভারত।’ এছাড়া মিয়ানমার ও তুরস্ক থেকেও পণ্যটি আমদানি হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর