মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্রুত কমিশন গঠন করে খতিয়ে দেখা প্রয়োজন

------ ডা. রশিদ-ই-মাহবুব

দ্রুত কমিশন গঠন করে খতিয়ে দেখা প্রয়োজন

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিকার আন্দোলন সম্পর্কিত জাতীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব। তিনি বলেন, তদারকি না থাকার কারণেই এ ধরনের দুর্নীতি হতেই থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ডা. রশিদ-ই-মাহবুব         বলেন, স্বাস্থ্য খাতে অব্যস্থাপনা আছে , দুর্নীতি আছে। সেটা এখন প্রকাশ হচ্ছে। মানুষ এখন এটা জানতে পারে। বিষয়টা কিন্তু নতুন নয়। এগুলো পুরোনো বিষয়। সব সময়ই হচ্ছে। আগামীতেও হতেই থাকবে। তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো একক উদ্যোগে এর উত্তরণ সম্ভব নয়। এখন কমিশন গঠন করে দেখা যায়, কি কি কারণে এসব হচ্ছে। কমিশন খতিয়ে দেখুক। এরপর কমিশনের কাছ থেকে সুপারিশ নেওয়া যেতে পারে। সেই সুপারিশ বাস্তবায়ন করে দেখা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর