বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মিলছে না সৌদির টিকিট চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মিলছে না সৌদির টিকিট চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বিমানের টিকিটের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

সৌদি আরবে যেতে বিমানের টিকিট না মেলায় বিক্ষোভ অব্যাহত রেখেছে প্রবাসীরা। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। আবার অনেকের ভিসার মেয়াদ শেষ দিকে থাকায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। এ থেকে পরিত্রাণের জন্যই গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিমানের টিকিটের দাবি জানিয়েছেন তারা। এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে বেলা ১২টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আজ বুধবার থেকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া করোনাভাইরাস সংক্রমণের পর দেশে আটকেপড়া বাংলাদেশিদের জন্য তিন দফা ইকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ওই মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

গতকাল দেশটিতে বাংলাদেশ দূতাবাস এই অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সে অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশে আটকেপড়া সৌদি আরবে কর্মরতদের বিষয়ে গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। ওই বৈঠকের পর সৌদি সরকারকে চিঠি পাঠানো হয়। এ ছাড়া বৈঠকে এটাও বলা হয়েছে, সৌদি এয়ারলাইনসের কোনো ফ্লাইট বাংলাদেশ বাতিল করেনি। যেহেতু কয়েক হাজার সৌদিগামী লোক দেশে আটকা পড়েছেন, তাই সৌদি এয়ারলাইনস ওই লোকদের নিতে যে কয়টি ফ্লাইট চালাবে তার সবকটির অনুমতি দেবে বাংলাদেশ। গত সোমবার একই দাবিতে কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের অফিসের বাইরে ও মতিঝিলে বিক্ষোভ করেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীরা। ওইদিন বিক্ষোভের মুখে ১০ জন প্রতিনিধিকে ভিতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইনস। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালের টোকেন দেওয়া হয়। তবে গতকাল কোনো ঘোষণা না দিয়েই অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় তারা। এ কারণেই বিক্ষোভে নামেন প্রবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম নোয়াখালীর মো. এনামুল বলেন, আমরা মার্চে দেশে ফিরে লকডাউনে পড়েছি। দেশে ফেরার সময় আমরা সৌদি এয়ারলাইনসের টিকিট কেটেছিলাম। তবে যেতে পারিনি। আমাদের আকামার মেয়াদ শেষ হয়ে এসেছে। কয়েক দিন ধরে এখানেই আছি। দীর্ঘদিন দেশে থাকতে থাকতে বাড়িতে অনেক ধার-দেনা হয়ে গেছে। আমাদের যেতেই হবে। প্লিজ আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করেন। শরীয়তপুরের রাজু বলেন, আমাকে সোমবার ২৭৫৪ নম্বর সিরিয়ালের একটি টোকেন দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেন ৫ অক্টোবর এসে টিকিট সংগ্রহ করি। অথচ আমার ভিসার মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এখন আমরা কী করব? ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, আমরা বিক্ষোভ করছি আমাদের জন্য, দেশের জন্য। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমরা প্রবাসী। আমাদের সৌদি ফেরানোর ব্যবস্থা করুন। জানা গেছে, করোনাভাইরাস মহামারীতে নিজ দেশে আটকাপড়া সৌদি আরবে কর্মরত বিদেশি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এরপর থেকে দেশে আটকাপড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটিও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামেন প্রবাসীরা।

 প্রসঙ্গত, শর্ত সাপেক্ষে ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি আরব সরকার। এরপর সৌদি এয়ারলাইনস বাংলাদেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে অনুমতি চায়। একইভাবে বিমানও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে সৌদি অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে অনুমতি চায়। বেবিচক সৌদি এয়ারলাইনসকে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর অনুমতি দিলেও বাংলাদেশ বিমানকে অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এর ফলে সৌদি এয়ারলাইনসের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেয় বেবিচক। এতে ঝুলে আছে সৌদির ফ্লাইট পরিচালনার ভবিষ্যৎ।

সর্বশেষ খবর