বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুলিশের দক্ষতা বাড়াতে যা প্রয়োজন তা করব

নিজস্ব প্রতিবেদক

পুলিশের দক্ষতা বাড়াতে যা প্রয়োজন তা করব

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এগোচ্ছে, পুলিশকেও এগিয়ে নিতে হবে। পুলিশের দক্ষতা বাড়াতে যা যা করা দরকার, তাই করা হবে। গতকাল বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ১৭তম বোর্ডসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কভিডসহ নানা কারণে বোর্ডসভা বিলম্বে অনুষ্ঠিত হলো। বোর্ডসভায় নতুন যেসব প্রস্তাব এসেছিল সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ডসভায় উত্থাপন করা হয়েছে তার সব যুক্তিযুক্ত মনে হয়েছে । তিনি বলেন, বিধিমালা স্পষ্টীকরণ ও নীতিমালার দু-একটা জায়গায় পরিবর্তন আসবে। পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদকে উন্নতিকরণ, ভাইস রেক্টর নামে নতুন পদ সৃষ্টি, নতুন পদ সৃষ্টি হলে সেটা কীভাবে সৃষ্টি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নতুন অপরাধের অধিকাংশ সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে সেজন্য পুলিশকে প্রশিক্ষিত করা দরকার। নতুন করে সাইবার সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু করা হচ্ছে। সবকিছুই বর্তমান প্রয়োজনে কাজে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর