বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ধাক্কা মোকাবিলা অর্থনীতি সচল রেখেই

-মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতি সচল রেখেই করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা করবে সরকার। সেভাবেই কর্ম পরিকল্পনা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ১০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন শীতে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে সে আশঙ্কা থেকে গতকাল সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যদি করোনা দ্বিতীয় পর্যায় শুরু হয় তাহলে কীভাবে কাজ করতে হবে তার একটি প্রাথমিক পরিকল্পনা আমরা করেছি। শীতের সময় অ্যাজমা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বেশি থাকে। এ বিষয়ে মানুষকে সচেতন করা এবং তাদের দ্রুত চিকিৎসার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘দ্বিতীয়বারের করোনার ধাক্কা সামলানোর জন্য ক্লিনিক্যাল দিকগুলো বিশেষজ্ঞরা দেখবেন। যদি রোগের বেশি বিস্তার ঘটে তাহলে আরও কী উদ্যোগ নিতে হবে তা আমাদের বিদ্যমান অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেওয়া হবে।’

আনোয়ারুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্যায়ের করোনার ধাক্কা সামলাতে সচেতনতাকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। সবাই যাতে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রাখে এ বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেশের বাইরে থেকে অনেক লোকজন দেশে আসছেন। এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা আছে। তা আরও জোরদার করা হবে। এ ছাড়া পিআইডি, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং ইসলামিক ফাউন্ডেশনসহ মসজিদগুলোর মাধ্যমে মানুষকে আরও সচেতন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমেও সচেতন করা হবে সাধারণ মানুষকে। স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন পর্যন্ত কর্মচারী আছেন, তারা এ বিষয়ে কাজ করবেন। গণমাধ্যমেরও একটা বড় ভূমিকা আছে। আমরা আশা করি বিগত দিনগুলোর মতো করোনা মোকাবিলায় সাংবাদিকরাও তাদের ইতিবাচক পদক্ষেপগুলো অব্যাহত রাখবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিদ্যমান করোনার ধাক্কা যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতা ছিল সাড়ে তিন হাজারের মতো। সেখানে দেড় হাজারের বেশি রোগী আসেনি। এ জন্য আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুবিধা দুই হাজারের মতো রেখেছি। তবে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আমরা কোয়ারেন্টাইন সুবিধা আরও বাড়াব।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাঠ প্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ, সেনাবাহিনী কীভাবে এনফোর্সমেন্ট করবে সেই ওয়ার্ক প্ল্যানও করা হবে।

অভিযান বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, সিনারির ওপর ডিপেন্ড করবে। যদি কোনো রকম ইমপ্যাক্ট না হয়, আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখব ইনশা আল্লাহ।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এখনো লকডাউনের চিন্তা করিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর