বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনাকালে না খেয়ে কেউ মারা যায়নি

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে না খেয়ে কেউ মারা যায়নি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাকালে গত সাড়ে ছয় মাসে একজন মানুষও না খেয়ে মারা যায়নি। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। দিন দিন আরও উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ আরও বলেন, করোনাকালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেছেন সাংবাদিকরা। দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ছে। বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন, বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে, মানুষ না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যাবে।

সর্বশেষ খবর