বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতও করোনায় আক্রান্ত

সরকারের ব্যর্থতার কারণে দেশের স্বাস্থ্য খাত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকারের ব্যর্থতা আর দুর্নীতিতে স্বাস্থ্য খাত এখন ভঙ্গুর-দুর্দশাগ্রস্ত। এই স্বাস্থ্য খাত করোনায় আক্রান্ত। স্বাস্থ্য খাত ভেন্টিলেশনে আছে। সরকারও ভেন্টিলেশনেই আছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ‘মৎস্য খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বক্তব্য দেন। গয়েশ্বর রায় বলেন, স্বাস্থ্য খাতের অবস্থা যদি ভেন্টিলেশনে হয়, তাহলে বাংলাদেশে চিকিৎসকদের সামনে দুর্দিন আসছে। ঢাকা-কলকাতা গাড়িটা চালু হতে দেন। প্রতিদিন ২০ হাজার লোক কলকাতা চিকিৎসা করতে চলে যাবে। বাংলাদেশের এই হাসপাতালগুলো খালি থাকবে।

বাংলাদেশের ডাক্তারদের চেম্বার খালি থাকবে। সংকট উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা শুধু পদে ব্যস্ত। কমিটি আর কথায় ব্যস্ত। আমরা পথে নামতে ব্যস্ত হই না বলেই সরকার টিকে আছে। ভেন্টিলেশন থাকলেও সরকার আছে। কর্মীদের পদ-পদবির দিকে না তাকিয়ে আন্দোলনের জন্য সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।

সর্বশেষ খবর