শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় ভারতে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর মৃত্যু

নয়াদিল্লি প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি বুধবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫। কোনো উপসর্গ ছাড়াই গত ১১ সেপ্টেম্বর সুরেশের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসার জন্য দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে বুধবার রাত ৮টা নাগাদ ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

মোদির মন্ত্রিসভায় সুরেশই হলেন প্রথম মন্ত্রী যিনি করোনায় মারা গেলেন। সুরেশ অঙ্গাড়ির বাড়ি কর্নাটক রাজ্যে। এর আগে গত সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে কর্নাটক থেকে নির্বাচিত রাজ্যসভা সদস্য অশোক গাস্তি (বিজেপি)। ভারতে করোনায় এ পর্যন্ত ছয়জন বিধায়ক (এমএলএ) ও চারজন লোকসভা সদস্যের (এমপি) মৃত্যু হলো। সুরেশ অঙ্গাড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বশেষ খবরে জানা গেছে, আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর